সাবেরা তাবাসসুম

দুই ভাইয়ের মাঝে হাইফেনের মতো একটি বোন সাবেরা তাবাসসুম জীবন কাটিয়েছেন আদরের চাদরে। মা-বাবা-দাদুর কল্যাণে মাখনের মসৃণতায় বেশ চলেছিলো জীবনের স্বর্ণাভ পথ। মা আর দাদুর মহাপ্রস্থানে অকস্মাৎ গতিরুদ্ধ হলো। রক্তে কবিতার হাওয়া বইছে বলে এই প্রস্থান তার কবিতায় জীবনের ওপারের ঝাপটাও এনে দিলো। জুটি লতা হয়ে আছেন মজিব-উল হাসান নয়নের সাথে।
যৌথ পরিণয়ের স্বাক্ষী একমাত্র পুত্র সুফি দানিয়ুব। ঘুরে বেড়াতে যেমন ভালবাসে সাবেরা তেমন ভালবাসে খেতে ও খাওয়াতে। ঝালে-ঝোলে-অম্বলে কাটছে জীবন, সাথে নুন আর চিনির মতোই সত্য কবিতা কাহন।

মা: খালেদা সাঈদ ভুইয়া
বাবা: মোঃ সাইদুল হক ভুইয়া
নেশা: পুত্র দানিয়ুব
পেশা: গৃহিণী
প্রাতিষ্ঠানিক শিক্ষা: স্নাতক সম্মান, নৃবিজ্ঞান; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জন্ম: পৌষের শীতে; ১৩ জানুয়ারি ১৯৭৮

প্রকাশিত গ্রন্থ :
শিরোনামহীন ব্যাকুলতা (১৯৯৪), আমি যখন জানবো আমার মৃত্যু হয়েছে (১৯৯৮), রায়তি ভূমি (২০০০), আরশি (২০০১), জোহান্সবার্গে সোনা নিয়ে যেও না (২০০৩), এবং বুজুর্গ বৃক্ষের কাছে শেখা সহিষ্ণুতা (২০০৪), মা এখন বাক্সবন্দি (২০০৮), পিতামহী ও স্বাধীন রাষ্ট্র (২০১০), নিরাকার তোমার আয়নায় (২০১১), কোলাহলে নেই সেই পাখি (২০১৪), নুন সত্য চিনি সত্য (২০১৫)
সাবেরা তাবাসসুম এর বই সমূহ
Creative Dhaka
  • Copyright © 2025
  • Privacy Policy Terms of Use